১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

নুসরাতকে টানা ৬ ঘণ্টা জেরা ইডির

ইডির জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি নুসরাত জাহান। - ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির আর্থিক অনিয়ম ও পাচারসংক্রান্ত দুর্নীতিবিষয়ক তদন্ত সংস্থা এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন গোয়েন্দারা।

ফ্ল্যাট দুর্নীতিতে ইডির জেরার পর বিধাননগরের সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি নুসরাত। তবে তিনি বলেন, ‘যা বলার সব বলে এসেছি।’

মঙ্গলবার নির্দিষ্ট সময়ের প্রায় ১৫ মিনিটের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন নুসরাত। বেলা ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিকেল ৫টার কিছু পরে ইডি দফতর থেকে বের হন তিনি।

নুসরাতের দাবি, কোনো প্রতারণায় যুক্ত নন তিনি। যে সংস্থায় যুক্ত থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সেখান থেকে ঋণ নিয়েছিলেন তিনি। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন।

এর পর বাড়ি ফেরার পথে একটি মন্দিরে যান তিনি। সেখানে তিনি বলেন, ‘আমার যা দেয়ার ছিল, ওদের যা জানার ছিল জানা হয়ে গেছে। আমাকে আবার ডাকলে আবার যাব।’

নুসরাতকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে প্রতারিত এক বৃদ্ধ বলেন, ‘আমাদের বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। আমাদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে নুসরাতকে ইডি ডাকায় মনে হচ্ছে এই জন্মে টাকাটা ফেরত পেয়েছি দেখে যেতে পারব।’

বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বলেন, ‘নুসরাত তো নিজে স্বীকার করেছেন যে ওই সংস্থার ডিরেক্টর থাকাকালীন তিনি সংস্থা থেকে ঋণ নিয়েছেন। এটা তো টাকা পাচার। ওনি ইতোমধ্যে কোথা থেকে ঋণ নেয়ার কাগজপত্র বানিয়ে ফেলেছেন। এদের ছেড়ে রাখলে এরা এসবই করবে। এদের অবিলম্বে হেফাজতে নেয়া উচিত।’

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement