হায়াৎ-শাহীন নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটিকে বয়কট
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৩, ১৫:১১

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দফতর সম্পাদক আহমেদ তেপান্তরকে পরিচালক সমিতির প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে বাচসাস ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময়সীমা শেষ হয়েছে।
কিন্তু এই সময়ের মধ্যে পরিচালক সমিতি আহমেদ তেপান্তরের বিরুদ্ধে দেয়া সিদ্ধান্ত প্রত্যাহার না করায় সভায় কাজী হায়াৎ-শাহীন সুমন নেতৃত্বাধীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বয়কট করে বাচসাস।
সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাজু আলীমের সভাপতিত্বে বাচসাসের কার্যনির্বাহী পরিষদ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় বয়কট চলাকালীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করা হবে না।
এছাড়াও সভায় সবাই এ বিষয়ে একমত পোষণ করেন যে সাংবাদিকতা পেশার মান ও মর্যাদা রক্ষায় বাচসাসের এই সিদ্ধান্ত জাতীয় প্রেস ক্লাব,(বিএফইউজে) (উভয় অংশ), (ডিইউজে) (উভয় অংশ), (ডিআরইউ), ক্র্যাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বিসিআরএ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সিজেএফবিসহ সকল সাংবাদিক সংগঠনকে অবহিত করা হবে।
সেই সাথে সভায় গুরুত্বের সাথে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল সাংবাদিক সংগঠনের সাথে বাচসাস মত-বিনিময় করে পরবর্তী কর্মসূচির বিষয়ে অবগত করবে।
কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব) নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজম, সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল, তথ্যপ্রযুক্তি সচিব নূর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার-প্রকাশনা ও দফতর ওয়াজেদ আলী বাবলু।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এস ডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখ সভা করে আহমেদ তেপান্তরের বিরুদ্ধে পরিচালক সমিতির মহাসচিবের সাথে অসদাচারণের অভিযোগ এনে তাকে বয়কটের ঘোষণা দেয়া হয়। যা গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা