২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ২০ শাবান ১৪৪৩
`

‘মেঘনা কন্যা’র মহরত অনুষ্ঠিত

‘মেঘনা কন্যা’র মহরত অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

অনুষ্ঠিত হলো চলচ্চিত্র ‘মেঘনা কন্যার’ মহরত। বুধবার সন্ধ্যায় গুলশান ক্লাবে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা ও পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক ফুয়াদ চৌধুরী, প্রযোজক কাজী সাইফুল ইসলাম, নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান চরিত্রের অভিনয় শিল্পী ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুসহ আরো অনেকে।

গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। যেখানে দেখা যায়, চারপাশ ঘেরা মেঘনা নদী ঠিক তার মাঝখানে, ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম উলানিয়া। শহুরের মেয়ে প্রজ্ঞা এসেছে এই গ্রামে। একদিকে তার মনভাঙার মেঘ, অন্যদিকে চোখের তারায় মেজাজ হারিয়ে ফেলার ঝিলিক। এসবের মধ্যে গ্রাম একদমই ভালো লাগছে না।

তার মন পড়ে আছে কয়েক দিন পরেই ক্যাম্পাসে অনুষ্ঠান। সেখানে নাচতে চান। যদিও তার বয়ফ্রেন্ড ব্যাপারটা ভালো চোখে দেখেনি। ফলে তাই বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কচ্ছেদ।

ব্রেকআপ আর গ্রামের নতুন পরিস্থিতিতে খাপ না খাওয়াতে পেরে শহরে ফিরতে চান প্রজ্ঞা। কিন্তু তখনই আবার মুখোমুখি হন গ্রামের সবচেয়ে পুরনো এক ভবনের। কয়েক শ’ বছর আগে মগরা যখন আক্রমণ চালাত উলানিয়ায়, সেই আক্রমণ প্রতিহত করতে এই ভবন থেকে ছোঁড়া হতো কামানের গোলা। কিন্তু তার চেয়েও বড় কথা হলো ভবনের মধ্যে প্রজ্ঞা খুঁজে পেয়েছেন টেরাকোটা। সেই টেরাকোটায় কী যে সুন্দর ডান্সের ফর্ম! গ্রামে এমন নাচ নাকি নাচতে পারত একজনই নাম তার হাসি!

শুরু হয় প্রজ্ঞার নতুন এক যাত্রা। খুঁজতে থাকেন কোথায় এই হাসি? গ্রামে বন্ধ কেন নাচ-গান? প্রজ্ঞার এই খোঁজ যুক্ত হন নায়ক আবিদ।

গ্রাম আর শহরের দুই নারীর গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্সের প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।


আরো সংবাদ


premium cement
মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ ৭ জন গ্রেফতার টিকটক সিইও বনাম মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবার ৫টি গূরুত্বপূর্ণ মুহূর্ত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : ওবায়দুল কাদের প্রাণের বন্ধু সারস পাখিকে হারালেন আরিফ ম্যাক্রোঁ অনড়, ফ্রান্স জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, আগুন ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির দাদির দেয়া কুরআনে হাত রেখে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক (ভিডিও) সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত বিরোধীদের সাথে সংলাপের কথা বললেন নেতানিয়াহু

সকল