০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শাহরুখের ওমরাহ’র ছবি দেখে ভক্তদের প্রতিক্রিয়া ‘মাশা আল্লাহ’

মক্কায় এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখ খান - ছবি - টুইটার থেকে নেয়া

সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি ‘ডানকি’ সিনেমার শুটিং করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর গত বৃহস্পতিবার পবিত্র মক্কা শহরে সিনেমার কাজ শেষ করেছেন। তারপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা আবেগে ভাসতে থাকেন। বলেন, মাশা আল্লাহ!

গতকাল শুক্রবার শাহরুখের একটি ভিডিও ইন্টারনেটে দেখা যায়, যেখানে তিনি বলতে থাকেন, কিভাবে সৌদি সরকার তাকে মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ ছবির শুটিং করতে সাহায্য করেছেন। এবং এজন্য ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ভক্তরা তাকে ওমরাহ করার জন্য অনুরোধ করেন। বিকেলেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ পবিত্র মক্কায় হাজির হয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখকে দেখে বিশ্বজুড়ে তার ভক্তরা আবেগে ভাসতে থাকেন। জানাতে থাকেন ভালোবাসা।

এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না, যে তাকে (শাহরুখ খান) নিয়ে কোনো বাজে কথা বলেছেন। সবাই তাকে ভালোবেসে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো সন্দেহ নেই যে তিনি সবার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আল্লাহ যেন আপনার ওপর রহম করেন এবং ওমরাহ পালন করার প্রতিদান দেন। আমাদের পবিত্র মক্কায় আপনাকে দেখতে পেয়ে মন খুশিতে ভরে উঠেছে। মাশা আল্লাহ।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে হজ পালন করবেন। সেই থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন। তার আগে বলিউড থেকে হজ পালন করেছেন কিংবদন্তি দিলীপ কুমার (মোঃ ইউসুফ খান) ও আমির খান।

সূত্র : সিয়াসাত


আরো সংবাদ



premium cement
বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই ৫ তরুণ জামালপুরের বকশীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত মহাদেবপুরে পারিবারিক কলহে এনজিও পরিচালকের আত্মহত্যা ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোরের পরীক্ষা ১৪ নভেম্বর গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা সন্তানের নামকরণ নিয়ে বাবা-মায়ের তীব্র বিরোধ, ৩ বছর পর সিদ্ধান্ত এলো আদালত থেকে রাজনৈতিক প্রতিহিংসায় এ সিদ্ধান্ত : খালেদা জিয়ার আইনজীবী নতুন নেতৃত্বে ইবির জিয়া পরিষদ ডিমের এসব পদ আর ভালো লাগছে না, তাহলে পেটপুরে খেতে তৈরি করুন শাকসুকা পাটগ্রামে গৃহবধূকে শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগ শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৯ জনের লিভারপুলকে হারালো টটেনহ্যাম

সকল