২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পূজার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাকিব খান

সিনেমার দৃশ্যে পূজা চেরি ও শাকিব খান। - ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পূজার সাথে প্রেম বিয়ে নিয়ে আলোচনা সমালোচনার পর এবার মুখ খুলেছেন শাকিব খান। তিনি বলেছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাই এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, এসব মিথ্যে নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।

নায়িকা পূজার চেরী ব্যাপারে শাকিব বলেন, এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সাথে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যু হচ্ছে শাকিব খানের ব্যক্তিগত জীবন। বিষয়টি নিয়ে যারা ভিডিও দিচ্ছে, সেইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে। শাকিব বলেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।

যারা গুজব ছড়াচ্ছেন তাদের ‘নোংরা মানসিকতার’ উল্লেখ করে শাকিব লিখেছেন, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

আইনি ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে শাকিব লিখেছেন, আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে ভিত্তি বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে- যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।


আরো সংবাদ



premium cement
জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী

সকল