২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

থ্রি ইডিয়টস খ্যাত ভারতীয় অভিনেতা অরুণ বালি আর নেই

থ্রি ইডিয়টস খ্যাত ভারতীয় অভিনেতা অরুণ বালি - ছবি : সংগৃহীত

থ্রি ইডিয়টস খ্যাত ভারতের প্রবীণ অভিনেতা অরুণ বালি শুক্রবার (৭ অক্টোবর) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্নায়ুজনিত বিরল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।

অভিনেতার ছেলে অঙ্কুশ জানিয়েছেন, তার বাবা মায়াস্থেনিয়া গ্রাভিস, স্নায়ু ও পেশীর সমস্যার কারণে একটি অটোইমিউন রোগে ভুগছিলেন, এজন্য তাকে চলতি বছরের শুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অঙ্কুশ আরো জানান, তার বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন কিন্তু ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

‘থ্রি ইডিয়টস',‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’, 'লাল সিং চাড্ডা'সহ বহু হিন্দি সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। সিনেমার পাশাপাশি টেলভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। তার শেষ সিনেমা ‘গুডবাই’। দক্ষিণের অভিনেত্রী রাশমিকা এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।

সূত্র : ডেইলি জাগরণ

 


আরো সংবাদ



premium cement

সকল