২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরে ২৩ বছর পর খুলছে সিনেমা হল

কাশ্মিরে ২৩ বছর পর খুলছে সিনেমা হলগুলো। - ছবি : বিবিসি

ভারতশাসিত কাশ্মিরে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সিনেমা হলগুলো খুলে দেয়া হচ্ছে। এর ফলে সংঘাতময় এই অঞ্চলে আবার সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ তৈরি হলেও এটাকে কেউ কেউ রাজনৈতিক প্রকল্প হিসেবে দেখছেন।

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের ইনক্স মাল্টিপ্লেক্সকে নতুন করে প্রস্তুত করা হয়েছে।

এই মাল্টিপ্লেক্সের আরো শাখা আছে। বাবার সাথে মিলে এটি চালু করেছেন বিকাশ ধর। বিকাশ ধর বলেন, এ পর্যায়ে আসতে তাদের চার বছর লেগেছে।

তবে এটা কোনো সাধারণ কাজ ছিল না। ধর পরিবার আট কক্ষের একটি গেস্ট হাউজ ভেঙ্গে সিনেমা হলটি তৈরি করেছেন।

গত ২০ সেপ্টেম্বর যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বলিউড তারকা আমির খানের লাল সিং চাড্ডা প্রদর্শনের মাধ্যমে।

জম্মু ও কাশ্মিরের লে. গভর্নর মনোজ সিনহা এটিকে ‘ঐতিহাসিক দিন’ আখ্যায়িত করেছেন এবং বলেছেন, ‘এটি সেখানকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও স্বপ্নের নতুন সূচনা।’

এই সিনেমা কমপ্লেক্সটিতে আধুনিক সাউন্ড সিস্টেমসহ তিনটি সিনেমা হল আছে।

শনিবার থেকে দুটি হলে সিনেমা প্রদর্শন শুরু হবে আর তৃতীয়টিতে একটু সময় লাগবে। পাশাপাশি কমপ্লেক্সে শিশুদের জন্য আলাদা জোন আছে।

ধর পরিবার জানিয়েছে, তারা সংঘাতপীড়িত ওই অঞ্চলের শিশুদের ফ্যান্টাসির জগতে যাওয়ার সুযোগ দিতে চান।

‘স্কুল ছাড়া কাশ্মিরের শিশুদের জন্য আর কোনো বিনোদনের ব্যবস্থা নেই,’ বলছিলেন বিকাশ ধর।

নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটিতে অনেক সিনেমা হল ছিল। শ্রীনগরেই ছিল প্রায় ১০টি।

এছাড়া বলিউডের অনেক সিনেমার চিত্রধারণ করা হয়েছে কাশ্মিরে।

কিন্তু আশির দশকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু হলে পরবর্তী সময়ে এর জের ধরে বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলো।

সহিংসতা জোরদার হলে একটি কট্টর গোষ্ঠী চলচ্চিত্র প্রদর্শন ও মদের দোকানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

পরে এসব কমপ্লেক্সগুলোর অনেকগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে পরিণত হয়। আর কিছু পরিবর্তন করে দোকানপাট ও হাসপাতাল তৈরি করা হয়।

১৯৯৯ সালে ভারতীয় কর্তৃপক্ষ সিনেমা চালুর উদ্যোগ নিলে রিগ্যাল সিনেমা হলে রক্তক্ষয়ী হামলা হয়। তাতে করে ওই উদ্যোগ ভেস্তে যায়।

মনমোহন সিংহ গৌরি পুরনো প্যালাডিয়াম সিনেমা হলের মালিক। নিজেদের সর্বশেষ সিনেমা প্রদর্শনের কথা মনে করে বলেন, ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর শেষবারের মতো সিনেমা দেখিয়েছিলেন তারা।

বিনোদ খান্নার ‘মহা বদমাশ’ ছবিটি সর্বশেষ দেখানো হয়েছিলো তাদের হলে।

১৯৩২ সালে গৌরির ভাই শ্রীনগরের লালচক এলাকায় সিনেমা হলটি চালু করেছিলেন। এরপর প্রায় ছয় দশক এটি মানুষকে বিনোদন দিয়েছে। ১৯৯৩ সালে এটি পুড়িয়ে দেয়া হয়েছিল।

১৯৪৭ সালের ২ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার ঐতিহাসিক ভাষণে কাশ্মিরিদের গণভোটের মাধ্যমে ভারত কিংবা পাকিস্তানকে বেছে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছিলেন। উভয় দেশই কাশ্মিরকে তাদের নিজেদের বলে দাবি করে কিন্তু নিয়ন্ত্রণ করে একটি করে অংশ।

তখন সহিংসতার কারণে পাঞ্জাবের অমৃতসর শহরে পালিয়েছিলেন গৌরি।

এখন আবার সিনেমা হল চালুর মাধ্যমে পারিবারিক অবকাঠামো পুনরায় চালুতে উৎসাহিত করেছে তাকে।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু ও কাশ্মির থেকে লাদাখকে আলাদা করে প্রশাসনিক অঞ্চল চালু করেছে।

এরপর অনেক আইন ও নীতি তৈরি ও বাস্তবায়নের কাজ চলছে। যদিও স্থানীয়রা এর বিরোধিতা করে অভিযোগ করছেন যে সরকার ওই অঞ্চলের জনমিতিও পাল্টে দেয়ার চেষ্টা করছে।

লে. গভর্নর সিনহার প্রশাসনও চলচ্চিত্র নির্মাতাদের ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

‘আমরা এখানে একটি ফিল্ম সিটি তৈরির প্রক্রিয়ায় আছি। একই সাথে জম্মু ও কাশ্মিরের অন্তত ২০ জেলায় ১০০ আসনের সিনেমা হল হবে,’ ইনক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন তিনি।

স্থানীয় শিল্পীরাও এতে আশাবাদী হয়ে উঠেছেন। আবার অনেকের মধ্যে এটি জাগিয়ে তুলেছেন পুরনো স্মৃতি।

তবে অনেকে একে রাজনৈতিক প্রকল্প হিসেবেও অভিহিত করছেন।

একজন শিক্ষার্থী বিবিসিকে বলেছেন, সরকার আসলে দেখাতে চাইছে যে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।

বিকাশ ধরও সতর্ক ভঙ্গুর রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

‘তবে একজন লোকও হলে আসে তাহলেও আমি খুশী,’ বলছিলেন তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল