২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পরাণ সিনেমার টিকেটের জন্য হাহাকার

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত। - ছবি : নয়া দিগন্ত

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসেও দেশের প্রায় ৫০টি হলে চলছে সিনেমাটি।

প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পরাণ’ মুক্তির এক মাসের মধ্যেই ‘ব্লকবাস্টার হিট’ হয়ে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এখনো ‘পরাণ’-এর টিকেটের জন্য হাহাকার লেগে আছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, বাংলা সিনেমায় এমন দৃষ্টান্ত বিরল। অনেকটা ইতিহাস বলা যায়।

এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়। শুরুতেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এটি। সেখানে পরাণের আগাম বিক্রির হিড়িক পড়েছে। প্রিমিয়ার শোসহ ১৭টি শোর আগাম টিকিট বিক্রি হয়। অস্ট্রেলিয়ার হয়েটস ব্লাকটাউন থিয়েটারে ১২ আগস্ট প্রিমিয়ার শো হয়েছে।

জানা গেছে, প্রিমিয়ার শোর সব টিকিট আগাম বিক্রি হয়ে যায়। অস্ট্রেলিয়ায় সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানান, ৩ আগস্ট আমাদের ওয়েবসাইটে খবরটি দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই সব টিকিট শেষ। এর আগে ‘দেবী’ ও ‘আয়নাবাজি’ সিনেমার সময় এমন ঘটনা ঘটেছিল।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত দেশের বাইরে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তির কথাবার্তা চলছে।’

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল