১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম শুরু রোববার

ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম শুরু রোববার -

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রামের (ডব্লিউএফএমপি) ১৩২তম আসর। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত আয়োজনের মধ্যে অন্যতম। এর উদ্দেশ্য বিশ্বের বিখ্যাত সব চলচ্চিত্রকারের সমাদৃত চলচ্চিত্রগুলোর সাথে চলচ্চিত্রপ্রেমীদের পরিচয় করিয়ে দেয়া।

২০০০ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত এই প্রোগ্রামের সর্বমোট ১৩১টি আসর আয়োজিত হয়েছে। এবারের আসরে দু’বারের পাম দ’র পুরস্কার বিজয়ী বিখ্যাত সার্বিয়ান চলচ্চিত্রকার এমির কুস্তুরিকা’র সমাদৃত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

২৩ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৩টায় ‘ব্ল্যাক ক্যাট, হোয়াইট ক্যাট’ প্রদর্শনের মাধ্যমে এ বারের আসরের উদ্বোধন হবে। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘আন্ডারগ্রাউন্ড’।

২৪ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে এমির কুস্তুরিকার বিখ্যাত চলচ্চিত্র ‘অ্যারিজোনা ড্রিম’। সন্ধ্যা ৬টায় ‘টাইম অব দ্য জিপসিস’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে।

আয়োজনটিতে প্রদর্শিত সকল চলচ্চিত্র বিনামূল্যের এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।


আরো সংবাদ



premium cement