২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কঙ্গনার বিরুদ্ধে শিখদের এফআইআর

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত-ভারতের প্রধানমন্ত্রী মোদি
কঙ্গনা রানাউত - ছবি : সংগৃহীত

কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খালিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও আখ্যা দিয়েছিলেন। এমনকী, দিন কয়েক আগে যখন বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেয়ার কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি, তখনো কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বেজায় চটেছেন শিখ সম্প্রদায়ের একাংশ। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর।

দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে খর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট কমিটির অভিযোগ, ‘শিখদের বিরুদ্ধে ইচ্ছে করেই অপমানজনক ভাষা ব্যবহার করেছেন কঙ্গনা। কিষাণ মোর্চাকে কখনো খালিস্তানি, কখনোবা সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনকে আশির দশকে ইন্দিরা গান্ধীর সময়কার জরুরি অবস্থার সাথেও তুলনা করেছেন।’

অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে, ‘অভিনেত্রী বলেছিলেন, ইন্দিরা গান্ধী শিখ সম্প্রদায়কে পায়ের তলায় পিষে দিয়েছিলেন, যা ভীষণই অপমানজনক। গোটা বিশ্বের শিখদের ভাবাবেগকে আঘাত লেগেছে।’

কঙ্গনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটি, যাতে অভিনেত্রী আর কোনোদিন এহেন মন্তব্য না করতে পারেন।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় অভিযোগ দায়ের হয়েছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে।

উল্লেখ্য, বেফাঁস কথা বলায় কঙ্গনার জুড়ি মেলা ভার! কয়েক দিন আগেই দেশের স্বাধীনতা সংগ্রামকে ‘ভিক্ষা’ বলে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের পক্ষ নিয়ে এও বলেন যে ‘আসল স্বাধীনতা তো ২০১৪ সালে পেয়েছি আমরা।’ কুমন্তব্য করেন গান্ধিজিকে নিয়েও। যারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। এবার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লির শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল