২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নেটফ্লিস্কে নলিউড-বলিউডের যৌথ প্রেমকাহিনী

নমস্তে ওয়াহালা সিনেমার একটি দৃশ্য - ছবি : সংগৃহীত

ভারতীয়-নাইজেরিয়ান রেস্টুরেন্ট মালিক হামিশা দারইয়ানি আহুজা তার চলচ্চিত্র তৈরির স্বপ্ন পূরণে ছেড়েছিলেন দীর্ঘদিনের ব্যবসা। দুই বছরের পরিশ্রমের ফসল হিসেবে ৩৬ বছর বয়সী এই পরিচালক নেটফ্লিক্সে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিয়ে এসেছেন তার আন্তঃসাংস্কৃতিক প্রেমকাহিনী ‘নমস্তে ওয়াহালা’।

হিন্দি ও নাইজেরিয়ান পিজিন ভাষায় চলচ্চিত্রটির নামের অর্থ ‘স্বাগতম ঝামেলা’। চলচ্চিত্রটির কাহিনীতে নাইজেরিয়ান এক নারীর লাগোসে বাস করা ভারতীয় এক ব্যাংকারের প্রেমের গল্প বলা হয়। ভিন্ন সংস্কৃতির তরুণ এই যুগল তাদের মিলনে পরিবারসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

পরিচালক আহুজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি এমন কিছু করতে চেয়েছি যা নলিউডের (নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প) চলচ্চিত্রগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আরো একটু আকর্ষনীয় করতে আমি কিছু ভারতীয় অভিনেতা নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘৯০ দশকের বলিউডি কায়দার মতোই আমি চেষ্টা করেছি... গাছের পাশে নাচ-গানের। এখানে আমাদের সবকিছুই আছে। এটি খুবই মজাদার রোমান্টিক গল্পের ছবি।’

ভারতীয় বংশোদ্ভুত হামিশা দারইয়ানি আহুজা তার জীবনের অর্ধেকেই কাটিয়েছেন নাইজেরিয়ায়।

তিনি বলেন, ‘আমি ভারতীয় বাড়িতেই বসবাস করেছি, নাইজেরীয় সংস্কৃতি, পিজিন, খাবার আমি জানি। এটি আকর্ষনীয় যে যদিও নমস্তে ওয়াহালার সাথে সবাই চিন্তা করে সাংস্কৃতিক ভিন্নতার, আমরা আসলে একই রকমের।’

তিনি বলেন, ‘আমরা সবাই একই এবং চলচ্চিত্রটির পুরো থিমই হলো তা।’

১১০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের মূল ভূমিকায় ভারতীয় অভিনেতা রুসলান মুমতাজ ও নাইজেরীয় অভিনেত্রী ইনি দিমা-ওকোজি অভিনয় করেন।

মুমতাজ বলেন, ‘এ ধরনের চলচ্চিত্র তৈরি খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনি আন্তঃসাংস্কৃতিক প্রেমকাহিনী দেখাবেন। কেননা প্রতিটি দেশেই মানুষ ধর্মের কারণে শুধুই একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়।’

তিনি বলেন, ‘বিশেষ করেভারতে আপনি ভিন্ন ধর্ম বা ভিন্ন বর্ণের কাউকেই বিয়ে করতে পারবেন না।’

দিমা-ওকোজি বলেন, ‘যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে এর অন্তর্নিহিত বার্তা যে, আপনার সাদৃশ্যকে গ্রহণ করার সৌন্দর্য্য, ভিন্ন প্রেক্ষাপট থেকে এসে ভালোবাসাকে গ্রহণ করার সৌন্দর্য্য।

ইংরেজি ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটি তৈরিতে ভারত ও নাইজেরিয়ার ৬০ জনের বেশি সদস্যের নির্মাতা দল কাজ করেছে।

পরিচালক আহুজা জানিয়েছেন, সামনের মাসগুলোতে তিনি চলচ্চিত্রটির সিক্যুয়েল তৈরির প্রত্যাশা করছেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement