১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শাহরুখকে ছবিতে রাজি করাতে মন্নতের সামনে সপ্তাহ ধরে দাঁড়িয়ে পরিচালক

শাহরুখকে ছবিতে রাজি করাতে মন্নতের সামনে সপ্তাহ ধরে দাঁড়িয়ে পরিচালক - ছবি : সংগৃহীত

নাম জয়ন্ত সিগে। পেশায় সিনে-পরিচালক। সপ্তাহখানেক ধরেই শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মন্নতের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কারণ কী? না প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য নয়। কিংবা অটোগ্রাফ, ফটোগ্রাফ সংগ্রহের জন্যও নয়! আসলে কিং খানের সাথে দেখা করতে চান তিনি। জয়ন্তর ইচ্ছে, তার ছবিতে কাজ করুন শাহরুখ। নিজে হাতে চুক্তিপত্রে সই করুন। তাই একপ্রকার জেদ ধরেই মন্নতের সামনে বসে রয়েছেন জয়ন্ত। বলছেন, ‘শাহরুখ খান আমার সিনেমার জন্য সই না করলে মন্নতের সামনে থেকে সরছি না।’

এদিকে কিং খানের বাংলোর সামনে এক যুবককে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরঘুর করতে দেখে অনেকেরই নজর কেড়েছে। আর তার জেরেই পাপারাজ্জিদের চোখে পড়েন তিনি। সেখানেই মনের ইচ্ছের কথা জানান জয়ন্ত।

শাহরুখকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে তার মধ্যে জেগেছিল গত বছর আগস্টেই। কিং খানের হাতে বর্তমানে কোনো সিনেমা নেই। যার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও কম শুনতে হয়নি। অনুরাগীরাও অধীর অপেক্ষায় রয়েছেন কবে ফের দেখা সিনেপর্দায় দেখা যাবে। ‘জিরো’র পর থেকে বলিউড বাদশা আর কোনো ছবি সই করেননি। তাই অভিনেতাকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাবেন জয়ন্ত। রাতারাতি সিনেমার পোস্টার বানিয়ে টুইটারে পোস্ট করেন। তাতে শাহরুখকে ট্যাগ করলেও কোনোরকম উত্তর পাননি। আর তাই একপ্রকার জেদ নিয়েই কিং খানের সাথে কথা বলার জন্য বেঙ্গালুরু থেকে মুম্বাইতে উড়ে আসেন জয়ন্ত।

এক সাক্ষাৎকারে জয়ন্ত বলেন, ‘আমি রোজ সকাল থেকে মাঝরাত পর্যন্ত মন্নতের সামনে দাঁড়িয়ে রয়েছি। এমনকী মন্নতের নিরাপত্তারক্ষীরাও আমাকে চিনে গিয়েছেন। তার সাথে আমার রোজই কথা হয়। মন্নতের নিরাপত্তারক্ষীকে বলেছি, আমি একজন উঠতি ফিল্মমেকার। তাই প্রেম করার জন্য মেয়ে তো পাবো না, অন্তত শাহরুখের সাথে তো একবার দেখা করি। আমি এটা বিশ্বাস করি, কোনো জিনিস মনপ্রাণ দিয়ে চাইলে সেটা পাওয়া যায়। তাই যতক্ষণ না উনি আমার ছবিতে সই করছেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না।’

জয়ন্তর এমন ‘পাগলামো’ দেখে অনেকেই হতবাক হয়েছেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
সখীপুরে সাংবাদিকের ওপর হামলাকারী সেই আ'লীগ নেতা কারাগারে ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক

সকল