২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিরুষ্কার জন্য মোদির শুভেচ্ছাবার্তা

বিরুষ্কার জন্য মোদির শুভেচ্ছাবার্তা - সংগৃহীত

সন্তানের আগমণের কথা ঘোষণা করার পর থেকেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বৃহস্পতিবার আরও একজনের শুভেচ্ছা বার্তা পেয়েছেন বিরুষ্কা। আর এ বার যিনি শুভেচ্ছা জানিয়েছেন, তিনি আর কেউ নন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরাট ও অনুষ্কা খুব ভালো পিতামাতা হবেন বলেও আশাপ্রকাশ করেন নমো। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিনে তাকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। তারই জবাবে তাকে ও তার স্ত্রী অনুষ্কাকে তাদের সুখবরের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, আমি অনুষ্কা শর্মা ও আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত তোমরা খুব ভালো বাবা-মা হবে।

প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে উচ্ছ্বসিত অনুষ্কা। তিনি মোদিকে ট্যুইটে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আপনার সুন্দর শুভেচ্ছার জন্য ধন্যবাদ স্যর। আশা করি আপনি দারুণ একটা জন্মদিন কাটিয়েছেন। সর্বদা আপনার সুস্বাস্থ্য কামনা করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরুষ্কার পরস্পর সৌজন্য বিনিময়ের ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালে বিরাট ও অনুষ্কা তাদের বিয়েতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। ব্যস্ত শেডিউলের মাঝেই আমন্ত্রণ রক্ষা করে দিল্লির রিসেপশনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। বিরুষ্কার জন্য বিশেষ উপহারও নিয়ে গিয়েছিলেন নমো।

সম্প্রতি ইন্টারনেটে বিস্ফোরণ ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুষ্কা অন্তঃসত্ত্বা এই খবরটি জানানোর পরই শুভেচ্ছার বন্যা নেমেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্ত থেকে শুরু করে সতীর্থ, সবাই অভিনন্দন জানিয়েছেন বিরুষ্কাকে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ারে লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে দুবাইতে রয়েছেন বিরাট কোহলি। সেখানে তার ও অনুষ্কার জীবনে নতুন অতিথি আসার খবরকে সেলিব্রেট করেছেন ক্রিকেটাররা। কেক কেটে হয়েছে সেলিব্রেশন। সূত্র: এই সময়


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল