২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দিল্লি সহিংসতা বন্ধে সরব টলিউড

দিল্লি সহিংসতা বন্ধে সরব টলিউড - নয়া দিগন্ত

দিল্লি সহিংসতা বন্ধে সরব রয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অবস্থান জানান দিয়ে সহিংসতা বন্ধ করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন তারা।

টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তাঁর টুইটারে জাতীয় পতাকার ছবি পোস্ট করে লেখেন, ‘আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্বলছে। আমি কেবল দেখতে পাচ্ছি মানবতা স্তব্ধ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’

তিনি আরো লিখেন, ‘সোমবার থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে দিল্লিতে তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।’

টলিউডের আরেক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি লেখেন, ‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বিধ্বস্ত অনুভব করছি। হিংসা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে একসঙ্গে এগিয়ে আসি আমরা।’

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূ‌লের সাংসদ নুসরত জাহান টুইট করে লেখেন, ‘দুঃখিত, হতাশ। আমার দেশকে জ্বলতে দেখে যন্ত্রণাবিদ্ধ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা প্রথমে মানুষ। গুজব, ভুয়ো খবর, ঘৃণা ছড়াবেন না।’

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন দিল্লির হিংসার। তিনি ব্যঙ্গ করে টুইট করেন, ‘না, এটা শিউরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খোলাখুলি।’

দিল্লি সহিংসতায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। গত সোমবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় আরো অন্তত আড়াইশ মানুষ আহত হয়েছেন। (সূত্র: এনডিটিভি)


আরো সংবাদ



premium cement