০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’ আর নেই

‘প্রফেসর ম্যাকগোনাগল’, অভিনেত্রী ম্যাগি স্মিথ - ফাইল ছবি

হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’, অভিনেত্রী ম্যাগি স্মিথ পরলোকগমন করেছেন। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তারকা। বয়স হয়েছিল ৮৯।

হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর মারা যান হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। এ যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। পর পর তিন বছরের মধ্যেই হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে।

ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রথম নজরে আসেন ১৯৬৯ সালে তৈরি ছবি ‘দ্য প্রাইম অফ মিস জেন ব্রোডি’ থেকে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এরপর ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেত্রীর জন্যও অস্কার পুরস্কার জেতেন তিনি। ছবির নাম ‘ক্যালিফোর্নিয়া সুইট’। তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।

অভিনেত্রীর দুই ছেলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় প্রফেসরকে হারিয়ে নিশ্চয়ই হ্যারি পটারের মনখারাপ। কারণ, এই প্রফেসরদের ছাড়া হ্যারির জাদুনগর অভিভাবকহীন।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement