১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভূঞায় অটোরিকশাকে বাসের চাপা, নিহত ২

দাগনভূঞায় অটোরিকশাকে বাসের চাপা, নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভঞায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর এলাকার বাসিন্দা বলাগাত উল্লাহর ছেলে। নুরুল হক একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেকেরবাজার এলাকার আবুল বাশার মার্কেটের সামনে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কালাম (৫০) মারা যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক নুরুল হক (৫০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি নেয়াজপুর এলাকায় যাচ্ছিলেন। ইউটার্ন পার হওয়ার আগেই আবুল বাশার মার্কেটের সামনে পৌঁছলে বাসটি চাপা দেয়।

মহিপাল হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, নিহত কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


আরো সংবাদ



premium cement