‘সরকার দেশের উন্নয়ন করেনি, করেছে দুর্নীতির উন্নয়ন’
- নোয়াখালী অফিস
- ০৩ জুলাই ২০২৪, ২২:০৪
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান বলেছেন, ‘সরকার দেশের উন্নয়ন করেনি, করেছে দুর্নীতির উন্নয়ন। সারাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি লুটপাট চলছে।’
বুধবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো: শাহজাহান বলেছেন, ‘সরকার পতন হলে খালেদা জিয়া মুক্ত হবেন।’
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপি নেতা মাহাবুব আলমগীর আলো, সলিমুল্লাহ বাহার হিরন, আবু নাছের, শহিদুল ইসলাম কিরন, বাবু কামাখ্যা চন্দ্র দাস, শাহ জাফর উল্লাহ রাসেল, ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আজগর উদ্দিন দুখু, আবু হাসান নোমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা