১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার ২ ভাই নিহত, আহত ১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার ২ ভাই নিহত, আহত ১ - ছবি : নয়া দিগন্ত

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুই যুবক (আপন চাচাত ভাই) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।

২৯ জুন (শনিবার) সৌদির আরবের স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ২টা) জেদ্দা-মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। অহত ব্যক্তি হাসপাতালের আইসিইউতে।

নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান এলাকার মিয়ার বাড়ির নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩০) ও আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)। তারা একে অপরের চাচাত ভাই বলে জানা গেছে।

মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইব্রাহিম চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিউদ্দিন মদিনায় খেঁজুর বাগানে কাজ করতেন। আর তারেক একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দুজন ও তাদের অপর বন্ধু মনছুরের গাড়িতে করে জেদ্দা ঘুরতে এসেছিলেন। ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহিউদ্দিন ও তারেক নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গুরুতর আহত মনছুরকে উদ্ধার করে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন ওই হাসপাতালের আইসিইউতে রয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়রম্যান।

তিনি জানান, আবুল মনসুর একই এলাকার আব্দুল জব্বারের ছেলে। দেশের বাড়িতে তার প্রিয় দুই সন্তান রয়েছে।

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনা নিহত সাতখানে দুই যুবক। এবং গুরুতর আহত মনসুর।


আরো সংবাদ



premium cement