১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে গাড়িচাপায় পথচারী নিহত

চৌদ্দগ্রামে গাড়িচাপায় পথচারী নিহত - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির চাপায় আবুল কালাম (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকার থ্রি স্টার সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের মরকটা গ্রামের সুজাত আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা জাকির হোসেন।

নিয়তের ভাতিজা জাকির হোসেন জানান, আবুল কালাম প্রায় সময় বিকেল বেলা অনেক দূর হাটাহাটি করতেন। প্রতিদিনের মতো আজকেও মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। আমরা রাতে খবর পেয়ে চাচার লাশ বাড়িতে নিয়ে আসি। আগামীকাল শনিবার বেলা ১১টায় নামাজে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় পদুয়া এলাকায় একজন পথচারী মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement