মিরসরাইয়ে লরির ধাক্কায় ১৫ বাসযাত্রী আহত
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ২৬ জুন ২০২৪, ১৪:৫৬
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে লরির ধাক্কায় ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সালাহ উদ্দিন বলেন, দুপুর ১টার দিকে উত্তরা পরিবহনের একটি বাসের পিছনে বিএসআরমের মালবোঝাই লরির ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর কলেজের শিক্ষার্থী ও রয়েছেন। তারা কলেজ শেষে উত্তরা বাসযোগে বাড়ি ফিরছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এর আগে স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দু’টি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা