কুমিল্লায় ছড়ানো হচ্ছে রাসেল ভাইপার সাপের ভুয়া তথ্য ও আতঙ্ক
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ২২ জুন ২০২৪, ১৫:০৫
সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে বিষধর সাপ চন্দ্র ভোড়া বা রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। পাশাপাশি এই সাপের বিষক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।
তবে এই সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা বলাকিয়ার পুকুর পাড় থেকে রাসেল ভাইপার সাপ মারা হয়েছে এমন একাধিক ভুয়া পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ফেসবুক গ্রুপসহ একাধিক ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেয়া হয়।
ছবিসহ ওইসব পোস্টে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ার চান্দলা বলাকিয়া গ্রামের পুকুর পাড় থেকে সাপটিকে মারা হয়েছে।’ পৃথক পৃথক ওইসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ওই এলাকাসহ পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে ওই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে রাসেল ভাইপার সাপ মারার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফেসবুকে পোস্ট দেয়া ব্যক্তিদের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়েও কোনো রিপ্লাই পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলার যে গ্রামে ঘটনাটির তথ্য ভেসে বেড়াচ্ছে ওই এলাকার অনেককে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। বেশিরভাগ লোক শোনা কথার ওপর ভর করে কথা ছড়াচ্ছেন।
তিনি আরো বলেন, এ নিয়ে কোনো চাক্ষুষ সত্য তথ্য হাতে আসেনি। তবুও আতঙ্কিত না হয়ে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করি, আর অবশ্যই গুজব না ছড়াই গুজবে কান না দেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা