১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে ট্রাক গভীর খাদে পড়ে নিহত ১, আহত ৪

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবান থানচি সড়কের জীবননগর এলাকায় সড়কের ঢালুপথে একটি মাল-বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে বিজিবি পুলিশ দমকল বাহিনী ও স্থানীয় লোকজন অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

আহতদের প্রথমে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স পরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৈমুর হাসান খান জানিয়েছেন, বান্দরবান থেকে টাইলস নিয়ে একটি ট্রাক থানচি বলিপাড়া যাওয়ার পথে জীবন নগরের ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। পরে বিজিবিসহ স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।


আরো সংবাদ



premium cement