নোয়াখালীতে শাসন করায় কিশোরীর আত্মহত্যা
- নোয়াখালী অফিস
- ২১ জুন ২০২৪, ১২:১০
নোয়াখালীর চাটখিলে নুরজাহান আক্তার (১৭) নামে এক কিশোরীকে শাসন করায় অভিমান করে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন তছলিম মিয়ার ভবনে নুর জাহান গলায় ফাঁস দেয়।
নিহত নুরজাহান আক্তার উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা তাকে মৌখিকভাবে নামাজ ও পড়ালেখা না করায় শাসন করে। এরপর সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নুরজাহান পরিবারের একমাত্র মেয়ে। আগে থেকে তার মেজাজ গরম ছিল।