১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় ছাড়তে বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় ছাড়তে বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত - ছবি : সংগৃহীত

চট্টগ্রামে জলোচ্ছ্বাস ও পাহাড়ধসের ব্যাপারে আবহাওয়া অধিদফতরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরে যেতে বাধ্য করার জন্য এবার পানি, বিদ্যুৎ ও গ্যাসের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ১৫ দিনের এ সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এ নির্দেশনা দেয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সেবা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সিটি কর্পোরেশন ও পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ২৬টি পাহাড়ে কয়েক হাজার পরিবার বসবাস করে। এসব পরিবারের অনেকে বিদ্যুৎ ও পানির সংযোগ নিয়েছে।

পাহাড় ব্যবস্থাপনা কমিটি মনে করে, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলে পরিবারগুলো ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাদের বসতি সরিয়ে নেবে। তাই সভা থেকে এসব সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়। এ নির্দেশনা যথাযথভাবে কার্যকরে সংস্থাগুলোর গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য ১৫ দিন পর আবারো পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা করা হবে।

বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিকে জানানো হয়, নগরীর ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৫ হাজার ৩০০টি অবৈধ সংযোগ রয়েছে। সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে এসব সংযোগ বিচ্ছিন্ন করে ১৫ দিন পর জানাতে বলা হয়েছে। একইভাবে কর্ণফুলী গ্যাস ডিসট্রিবিউশন লিমিটেড ও চট্টগ্রাম ওয়াসা প্রতিনিধিকে এসব এলাকায় তাদের সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করতে বলা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সেবা সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করার পরও পাহাড়ে কোনো অবৈধ বসতি থাকলে জোরালো অভিযানের মাধ্যমে তাদের অপসারণ করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে প্রায় প্রতি বছরই পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ঘটে। পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কার কথাও আবহাওয়ার সকর্তবার্তায় বলা হয়।

আবহাওয়া অফিসের সকর্তবার্তার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ২৬টি পাহাড়ে মাইকিং করে পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীদের সরে যেতে মাইকিং করে। সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের এ ব্যাপারে জোরালো পদক্ষেপ নেয়ার জন্য মেয়র অফিস থেকে পরামর্শ দেয়া হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement