মিরসরাইয়ে ছাদ থেকে পড়ে আলেমের মৃত্যু
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ১৮:০৪
নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সাবেক আরবি প্রভাষক ও ঐতিহাসিক গফুর শাহ জামে মসজিদের খতিব মাওলানা বাকি বিল্লাহ সাদেকী (৭০) মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তিনি ছাদ থেকে পদে গুরুতর আহত হলে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা হাবিব উল্লাহ সাদেকীর ছেলে। অত্যন্ত, নম্র, বিনয়ী সর্বজন পরিচিত এই আলেমের মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
উনার ছোট ছেলে মাসুম বিল্লাহ জানান, আজ দুপুর ১২টার দিকে বাবা বাড়িতে মোটরচালানোর পর পানি উঠছে কিনা ট্যাংকি দেখতে ছাদে উঠেন। এরপর অসাবধানবসত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে প্রথমে উপজেলার সদরের মাতৃকা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে চমেক নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার ঐতিহ্যবাহী ছুটিখাঁ জামে মসজিদ খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, ব্যক্তিগতভাবে আমি হুজুরকে চিনতাম জানতাম তার থেকে দোয়া নিতাম এবং দ্বীনি বিষয়ে তার শিক্ষাও নেয়ার চেষ্টা করতাম। অসংখ্য দ্বীনি মাহফিলে হুজুরের সাথে একই মাহফিলে আমারও বয়ানের সুযোগ হয়েছে। যতটুকু দেখেছি হুজুর নেক আমলের কথাগুলো বিনম্র ভাষায় রাসুল সা: প্রেম মিশ্রিত উচ্চারণে সুষ্পষ্ট করে বুঝিয়ে দিতেন। গফুরশাহ মসজিদকেন্দ্রিক হুজুরের সুদীর্ঘ খেদমত আপামর মুসলমানদের কাছে বহুকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইয়াসিন মিয়া। রাত ১০ টায় বড়তাকিয়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
এই আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।