১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মামলার রায়ে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে অংবাচিং মারমা ওরফে আবাসুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর এক রায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এ রায় দেন রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন।

আসামি অংবাচিং মারমা ওরফে আবাসু রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ার উচাখ্যাই মারমার ছেলে ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলার রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ায় গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী প্রথমে ধর্ষণের ও পরে হত্যার শিকার হয়। পরে শিশুর বাবা থানায় মামলা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম অভি বলেন, রাঙ্গামাটি দায়রা ও জজ আদালত যে যুগান্তকারী রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তোষ্ট। মামলার বাদি ও শিশুর বাবা মৃত্যুদণ্ডের রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি মনে করি এ রায়ের মাধ্যমে সমাজে নারী ও শিশু নির্যাতন প্রবনতা কমে আসবে। সাথে সাথে এ এধরনের অপরাধ করতে কেউ সাহস পাবে না।

আসামি পক্ষের আইনজীবী মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে চমৎকার একটি রায় দিয়েছেন। তবে আসামির পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল