সরাইলে নদীর পাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার
- সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ১৫:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেট মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার সময় শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড়ে একটি কার্টন দেখতে পায় স্থানীয়রা। কার্টনটি খুলে একটি মৃত বাচ্চা দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে নবজাতক মেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি এক দিনের বাচ্চা।
তিনি আরো বলেন, লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা