বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে মৌসুমী ফলের উৎসব
- বান্দরবান প্রতিনিধি
- ১০ জুন ২০২৪, ১৫:৪৯
বান্দরবানে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা পেল শিশু শিক্ষার্থীরা।
সোমবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় ফল উৎসবের।
‘উৎসব থেকে শেখা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ফল উৎসবের উদ্বোধন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাজাহান সিরাজ ভূঁইয়া।
এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: আতিকুর রহমান, জ্যৈষ্ঠ শিক্ষক মো: আব্দুর রহিম। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানান, শিক্ষার্থীরা বিশেষ করে শিশুরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিতো। অনেকেই ফলগুলো স্বচক্ষে দেখিনি। শিক্ষার্থীদের ফল সম্পর্কে হাতে কলমে দেখাতে ও শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উৎসবে পাহাড়ের বাগানগুলোতে উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আনারস, জামসহ ৩০ প্রকার বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা