১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চন্দনাইশে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

চন্দনাইশে খাল থেকে যুবকের লাশ উদ্ধার - প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী লাল লুটিয়া এলাকায় একটি খাল থেকে ২২-২৩ বছরের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

শনিবার (৮ জুন) বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, উদ্ধার হওয়া লাশের পরনে একটি গোলাপী রঙের টি-শার্ট ও কালো হাফপ্যান্ট ছিল। ওই যুবকের লাশটি গলে যাওয়ায় ভালোভাবে চেনাও যাচ্ছিল না। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া লাশের পরনে একটি গোলাপী রঙের টি-শার্ট ও কালো হাফপ্যান্ট ছিল। ওই যুবকের লাশটি গলে যাওয়ায় ভালোভাবে চেনাও যাচ্ছিল না। তিনি ধারণা করছেন দুই-এক দিন আগে ওই যুবকের মৃত্যু হয় এবং শঙ্খ নদী দিয়ে ভাসমান অবস্থায় ওই লাশটি দোহাজারী লালুটিয়া খালে এসে আটকে যায়।

তিনি জানান, এই ব্যাপারে চন্দনাইশ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement