আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলা নির্বাচন ফের স্থগিত
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০৮ জুন ২০২৪, ১৪:২৭
আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আবারো স্থগিত করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের উপ সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।
জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, ‘আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা পরিষদের ভোট আগামী রোবাবার (৯ মে) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।’
এ দিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও নৌ-পথ অবরোধ পালন করে মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ অবরোধে সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ সময় অবরোধকারীরা সকালে অবরোধ চলাকালে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে এতে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে। বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে অবরোধকারীরা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানান, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ দুপুর ১২টার পর প্রত্যাহার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা