ঈদগাঁওতে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০৫ জুন ২০২৪, ১৮:৩২
কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনের) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার (৫ জুন) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা মুকুল।
আটক ব্যক্তি মো: তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।
সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল আটক তৈয়বুল ইসলাম, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।
এর আগে আরেকটি অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মো: সিরাজুল মোস্তফা মুকুল।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা মুকুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা