চট্টগ্রামের পটিয়ায় ব্যালট পেপার ছিনতাই, ভোটগ্রহণ বন্ধ
- পুটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৯ মে ২০২৪, ১৩:৫৮
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই -এর ঘটনায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ভোটগ্রহণ চলাকালে পটিয়া উপজেলার কাসিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।
তিনি জানান, সকাল থেকে চট্টগ্রামের পটিয়ায় শুরুর পর থেকে কয়েকটি ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা