১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ

চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। অভিযান পরিচালনার সময় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের নিপোবন, জিরো পয়েন্ট ও শহিদ মিনার এলাকার ৩টি পয়েন্টে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে প্রক্টরিয়াল বডি। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি।

সহকারী প্রক্টর ড. লিটন মিত্রের নেতৃত্বে অভিযানে ছিলেন সহকারী প্রক্টর এনামুল হক ও সহকারী প্রক্টর তানভীর হাসান। তদের সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে বহিরাগতদের ৩০টি মোটরসাইকেল জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ফাঁড়িতে পাঠানো হয়।

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান চালানো হয়েছে। শিক্ষার্থী ব্যতীত অন্যরা ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলার সাথে লিপ্ত হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর পড়ে। আমরা চাইব বিশ্ববিদ্যালয়ে যেন শৃঙ্খলা বজায় থাকে। এরই অংশ হিসেবে আজকের অভিযান।’

তিনি বলেন, ‘এ অভিযান চলমান থাকবে। সামনে আমরা চট্টগ্রাম জেলা পুলিশ থেকে সার্জেন্ট এনে সরাসরি মামলা দেয়ার পরিকল্পনা নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নুল আবেদীন বলেন, ‘প্রক্টরিয়াল বডির নির্দেশক্রমে আমরা কিছু বহিরাগত মোটরসাইকেল আটকিয়ে তাদের কাগজপত্র আছে কি-না, চেক করেছি।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement