ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা
- শাকিল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
- ১৭ মে ২০২৪, ১৭:৩৫
চাঁদপুররের ফরিদগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে একজন, অপরজন এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে আত্ম হত্যা করে।
নিহতরা হলেন গাব্দেরগাঁও গ্রামের রেদোয়ান হোসেন (২২)। পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের আব্দুল মালেক (৬০)।
ঘটনার বিবরণে জানা গেছে, নিহত আব্দুল মালেক পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হলে তারা গ্রামের বাড়িতে চলে আসেন। ব্যবসার প্রয়োজনে এবং স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে তিনি বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এবং স্ত্রীর সুচিকিৎসা করাতে না পেরে গলায় নাইলনের রশি পেঁচিয়ে গাছের সাথে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
অপরদিকে নিহত রেদোয়ান পেশায় একজন শ্রমিক। বাবা-মা মারা যাওয়ায় পারিবারিক প্রয়োজনে কয়েক বছর আগে অপ্রাপ্ত বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। রাহাতুল ইসলাম নামে দেড় বছর বয়সী এক মেয়ে সন্তানের বাবা তিনি। সম্প্রতি দাম্পত্য কলহ সৃষ্টি হলে স্ত্রী খাদিজা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা করেন। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বোন রহিমা বেগম জানিয়েছেন, গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেছে রেদোয়ান। প্রতিবেশীদের সহযোগীতায় ভাইয়ের লাশ নামিয়ে বিছানায় রাখেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তাৎক্ষণিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা