নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
- নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
- ১৬ মে ২০২৪, ২২:৩৯
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি গহীন জঙ্গল সাড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেল ৪টায় ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট (ডিসিটিই) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ছাগলখাইয়ার পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া মো: হাকিম আলীর বাড়ির পূর্ব পাশে মনিরুলের পাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে, মাটির নিচ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার হওয়া খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কাউন্টার টেরিরিজম ডিএমপির শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ছয়টি বন্দুক (দেশীয়), একটি দেশী পিস্তল (LG), একটি গাদা বন্দুক, একটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ ৭.৬২,১১ রাউন্ড শট গানের গুলি, ১০টি শর্ট গানের গুলির খোসা, দুটি বাইনোকুলার, একটি গ্যাস মাস্ক, একটি চার্জার লাইট, একটি ব্যাটারি, দুটি ওয়াকি টকি, চার্জার দুটিটি, চার লিটার এসিড (আনুঃ)।
২০ গজ ইলেক্ট্রিক তার, একটি রাউটার, একটি তার যুক্ত এন্ট্রেনা, একটি হাতুড়, একটি আরি, একটি হেকস ব্লেন্ড, একটি বাল্ব, চারটি হোল্ডার, দুই প্লাস্টিকের ড্রাম, একটি তাবু একটি, দুই বস্তা প্লাস্টিক।
উদ্ধারকৃত মালামাল ডিএমপি কাউন্টার টেরিরিজম ইউনিটের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পাহাড়ি কোনো দুস্কৃতিকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটানোর জন্য উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম গুলি গোপনে মজুদ করছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা