বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭
- বান্দরবান প্রতিনিধি
- ১৬ মে ২০২৪, ১৮:০৬
বান্দরবানে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও সাত জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চার ঝিড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: ওসমান গনি। তিনি ওই এলাকার মরহুম আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মোঃ ওসমান গনি ও কবির আহমদের মধ্যে জায়গা জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদ দলবল নিয়ে বিরোধপূর্ণ জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণির লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাধলে ওসমান গনিসহ সাত জন আহত হয়। প্রতিপক্ষরা তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসক মো: ওসমান গণিকে মৃত ঘোষণা করে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম শেখ জানান ঘটনার তদন্তে পুলিশ গিয়েছে ও লাশ উদ্ধার করেছে। কি কারণে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা