১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩, জিপিএ-৫ পেয়েছে ১২১০০

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩, জিপিএ-৫ পেয়েছে ১২১০০ - নয়া দিগন্ত

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ৭৯.২৩। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০। গত বছর পাসের হার ছিল ৭৮.৪২।

রোববার বেলা ১১টায় বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মদ।

তিনি বলেন, এ বছর বোর্ডের অধীন ৬ জেলার ১ হাজার ৭৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের গড় পাসের হার ৭৯.৬৪ এবং ছেলেদের ৭৮.৬৬ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৩৬ জন এবং ছেলেদের জিপিএ-৫ ৫ হাজার ২৬৪ জন।

তিনি আরো বলেন, এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৯৮টি এবং গত বছর ছিল ৭৯টি।
শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে গণিতে ১২.০৪ শতাংশ এবং ইংরেজিতে ৫.৪৫ শতাংশ ফেল করেছে।

তিনি আরো বলেন, জেলা পর্যায়ে গড় পাসের হার হচ্ছে চাঁদপুর ৮৩.৩২, কুমিল্লা ৮২.৪১ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া ৮০.৬৫, লহ্মীপুর ৭৯.২৫, ফেনী ৭৭.৬৫ এবং নোয়াখালী ৬৯.২১।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবীবুর রহমান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইমাম হোসেন।


আরো সংবাদ



premium cement