পেকুয়ায় হিট স্ট্রোকে একজনেরর মৃত্যু
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ২৯ এপ্রিল ২০২৪, ২৩:০১
পেকুয়া উপজেলার সদরে হিট স্ট্রোকে মোহাম্মদ কালু (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত মো: কালু উপজেলা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকার মরহুম নাগু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তিনি প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে স্থানীয় পেকুয়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজিবুর রহমান বলেন, ‘মৃত দিনমজুর কালুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে তার স্বজনদের বক্তব্য শুনে এটা হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে করেন তিনি।’