ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২৯ এপ্রিল ২০২৪, ২০:১৬
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি।
সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়স্থ বিআরটিএ অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা জানায়, জেলায় প্রায় ১০ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সব সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করছে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হলেও ২ হাজার ১০০ সিএনজির লাইসেন্স প্রদানের পর তা আকষ্মিক ভাবে তা বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ প্রায় ১০ মাস অতিবাহিত হলেও তা বাস্তবায়িত না হওয়ায় সিএনজি চালকরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছে। তারা এক সপ্তাহের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনকৃত বাহনের রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারি পরিচালক মো: আবু আশরাফ সিদ্দিকী জানান, রেজিস্টেশন কার্যক্রম শুরু হওয়ার পর দালাল ও মালিক সমিতির একটি চক্র মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠায় এই কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত রাখা হয়। অচিরেই সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা