ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ফেনী অফিস ও ফুলগাজী (ফেনী) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ২২:১৫
ফেনীর ফুলগাজী উপজেলায় ভবনের ছাদ থেকে পড়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিনহাজের (১১) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যায় সে।
মিনহাজ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মতিনের ছেলে ও মুন্সীরহাট মেরিট অ্যাকাডেমির শিক্ষার্থী।
স্কুলছাত্রের পরিবার ও এলাকাবাসীর সূত্র জানায়, ছাদ থেকে পড়ে যাওয়ার পর স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাজনক দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, তিন ভাইয়ের মধ্যে মিনহাজ দ্বিতীয়। পশ্চিম দরবারপুর গ্রামে তার নানার বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা