চান্দনাইশে পুকুরে ডুবে একসাথে ২ শিশুর মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ১৯:২৪
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোসল করতে গিয়ে একইসাথে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) চন্দনাইশ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হারালা নতুন বাড়ি এলাকায় দুপুর ১২টায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো নতুন বাড়ির মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭) ও একই এলাকার বেলাল উদ্দীনের মেয়ে জান্নাতুল মাওয়া মিস্পা (৯)।
পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ স্থানীয় প্রত্যপ্রদর্শীদের বরাত দিয়ে জানায় ওই দুই শিশু একইসাথে বাড়ির সামনে গোসল করতে গিয়ে কোনো এক সময় পুকুরে ডুবে যায়। পরে একইসাথে দুই শিশুর লাশ ভেসে উঠে। সাথেসাথে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে স্থানীয় চন্দনাইশ উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা