১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামুতে দুর্বৃত্তের গুলিতে বাবা-ছেলে নিহত

রামুতে দুর্বৃত্তের গুলিতে বাবা-ছেলে নিহত - সংগৃহীত

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, রামু গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটতে পারে। এতে এলাকার মানুষ অনেক আতঙ্কে আছেন বলেও জানান ওসি।

গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মির কাসেম বলেন, এখানকার কিছু চিহ্নিত সন্ত্রসী ডাকাতি করতে আসে। বাঁধা দেয়ার কারণে তারা গুলি করে।


আরো সংবাদ



premium cement