১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কর্ণফুলী নদীতে অগ্নিদগ্ধ মাঝি শেরজানের মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে নিহত শেরজান খান - ছবি : নয়া দিগন্ত

কর্ণফুলী নদীতে একটি জাহাজে পানি সরবরাহ করতে গিয়ে অগ্নিদগ্ধ শেরজান খান ওরফে শেরজান মাঝির (৪৫) ছয় দিন পর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীতে অবস্থিত শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বলে নিশ্চিত করেন সদরঘাট নৌ থানা পুলিশের পুলিশ পরিদর্শক একরামুল হক।

শেরজান কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলাতলী নুরুল ইসলাম খানের ছেলে বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউনিয়ন ইউপি সদস্য ফরিদ উদ্দিন জুয়েল।

শেরজান মাঝি গত ১৬ এপ্রিল দুপুরের দিকে কর্ণফুলী নদীতে একটি জাহাজকে পানি সরবরাহ দিয়ে ফেরার পথে তার ইঞ্জিনচালিত সাম্পানে (নৌকায়) আগুন ধরে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পড়ে রাজধানীর বা রাজধানীর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেরজান মাঝি বিভিন্ন জাহাজে পানি সরবরাহের কাজ করত বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement