দাউদকান্দিতে অটোরিকশাচালককে হত্যা, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ১৫ এপ্রিল ২০২৪, ১৫:১০
কুমিল্লার দাউদকান্দিতে এক অটোরিকশাচালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর অংশে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ মিছিল করে তারা।
এ সময় প্রায় দেড় ঘণ্টা অবরোধ-বিক্ষোভকালে খুনিদের আটক ও বিচার দাবিতে বক্তব্য রাখেন নিহতের মেয়ে সামিয়া আক্তার, প্রফেসর আ: ছাত্তার, তাহসিন সওদাগর, হাবিবুর রহমান সজিব, লিয়াকত আলী খান, মাহবুব আলম সবুজ প্রমুখ।
তাদের আশ্বস্ত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, হাইওয়ে ওসি শাহীনুর আলম ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান।
অবরোধ ও বিক্ষোভ মিছিলের কারণে চার কিলোমিটার পর্যন্ত অসংখ্য গাড়ি আটকে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, বুধবার দাউদকান্দি উপজেলার আউট বাগ গ্রামের রুক্কুমিয়ার ছেলে শফিউল্লাহ অটোরিকশাসহ নিখোঁজ হন। পরে হুগুলিয়া এলাকার একটি ডোবা থেকে শফিউল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শফিউল্লাহর মা শিরিনা আক্তার মামলা করেন।