১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মারাঠা বর্গীদের মতো দেশে লুটপাট চলছে : কাদের গনি চৌধুরী

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশে মারাঠা বর্গী পড়েছে। আওয়ামী মারাঠা বর্গীরা আজ দেশ লুটেপুটে খাচ্ছে। মারাঠা বর্গীরা যেভাবে এ অঞ্চলের সম্পদ লুট করতো, মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাতো, ঠিক একই কাজ আজ আওয়ামী লীগ করছে। তারা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।

তিনি আরো বলেন, শুনে অবাক হবেন যে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী লন্ডনে ২৫০টি বাড়ির মালিক। বাংলাদেশে বিলাস বহুল বহু বাড়ি গাড়ি দেখবেন, এসবের মালিক আওয়ামী লুটেরা গোষ্ঠী। জনগণের সম্পদ লুট করে একদিকে আওয়ামী লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছে, অন্য দিকে সাধারণ মানুষ আজ অর্থাভাবে কিডনি বিক্রি করছে, সন্তান বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছে। এই লুটেরা গোষ্ঠীর হাত থেকে দেশ উদ্বার করা না গেলে দেশের মানুষ নিঃস্ব হয়ে পড়বে।

আজ বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগরে স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি কর্নেল (অবঃ) আজিম উল্লাহ চৌধুরী বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা সারোয়ার হোসেন, ইদ্রিস মিয়া ইলিয়াস, সারোয়ার উদ্দিন মেম্বার, নুরুদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইলিয়াস মেম্বার, সেলিম মাস্টার, রায়হানুল আনোয়ার রাহী, জাহেদ মেম্বার, মুহাম্মদ জসিম, এরশাদ উল্লাহ, এম মোর্শেদ হাজারী, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, ইব্রাহীম বিজয়, নাছির শিকদার, মঈনুল্লাহ উজ্জ্বল, ডা. হোসেন প্রমুখ।

কাদের গনি চৌধুরী বলেন, দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। আজ্ঞাবাহী প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে বন্দী করে ফেলেছে। করোনা মহামারিসহ রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছে। আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দীশালায় পরিণত হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে বলে দাবি করে সাংবাদিকদের এ নেতা বলেন, আজকে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এই সরকার বিদেশীদের কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র তো আওয়ামী লীগ বিশ্বাস করে না। তাদের গণতন্ত্র হলো, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’। ১৯৭৫ সালে সকল দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারাই প্রতিষ্ঠা করেছিল।

বাকশালী নীতি থেকে আওয়ামী লীগ সরে আসেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে একদলীয় শাসন চলছে। এক ব্যক্তির ইচ্ছায় সব হচ্ছে। কেউ কথা বলতে পারে না। আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, যখন জজরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, তখন আমরা সাধারণ মানুষরা কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে যায়, মানুষ কোথায় যাবে? তাই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, শুধু বিচার ব্যবস্থা নয়, আজ যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, সেই রাষ্ট্র কাঠামোটা ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো নির্মাণ করতে হবে।

আজিম উল্লাহ চৌধুরী বাহার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা বিদেশী শক্তি ও অস্ত্রের জোরে ক্ষমতায় আছে।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ

সকল