১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে স্বস্তি। তবে ঈদে নাড়ির টানে ঘরমুখো যাত্রীদের চাপে মহাসড়কে বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের সংখ্যা।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নির্বিঘ্নে যানবাহন চলাচলের কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

কুমিল্লা দাউদকান্দি হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে মহাসড়কের যানবাহনের চাপ বেশি ছিল। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখ লেনে যানবাহনের চাপ বেশি দেখা গেছে। যাত্রীবাহী যানবাহনের সাথে রয়েছে রফতানিমুখী পণ্য ও সবজিবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।’

এ দিকে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, মহাসড়কের  দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, গুয়াগাজী, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, চিওড়াসহ যানজট হতে পারে এমন বাজারগুলোতে হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement