চাঁদপুরের মেঘনায় বেপরোয়া বাল্কহেড চলাচল, আটক ৬
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮
চাঁদপুরের মেঘনা নদীতে বেপরোয়াভাবে বাল্কহেড চলাচল করার কারণে তিনটি বাল্কহেড ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করে চাঁদপুর নৌ-থানা পুলিশ।
আটকরা হলেন বাল্কহেডে থাকা শ্রমিক মোজাম্মেল সরদার (৪৬), মো: শাহীন (২৫), শাহাদাত আকন (৩০), লিয়ন হাওলাদার (২৪), মো: রাসেল (৩৭) ও মো: মহিবুল্লাহ (২২)।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান।
তিনি বলেন, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত মিনি কক্সবাজার এলাকায় তিনটি বাল্কহেড বেপরোয়াভা গতিতে চলার কারণে নৌ পুলিশ স্পিডবোট নিয়ে ধাওয়া করে। এ সময় তাদের আটক করা হয়।
তাদের সাথে থাকা তিনটি স্টিলের তৈরি বাল্কহেড আলামত হিসেবে জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা