ঈদগাঁওতে কাভার্ডভ্যানের চাপায় আটোচালক নিহত
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ২৯ মার্চ ২০২৪, ২৩:৫৮
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ডভ্যানের ধাক্কায় নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টায় মহাসড়কের ওয়াহেদর পাড়া হাসের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হক ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের ছেলে।
জানা গেছে, তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। এ সময় ওই স্থানে পৌঁচালে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখার সময় লাশ নিহতের নিজ বাড়িতেই ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, এক জনপ্রতিনিধি দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন।
ওসি আরো বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পুলিশের কোনো করণীয় থাকার কথা নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা