১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কর্ণফুলীতে মিনিট্রাকের ধাক্কায় লেগুনা যাত্রী নিহত

-

কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় অপর এক লেগুনাযাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আব্দুল হান্নান (৩৫)। তিনি পটিয়া উপজেলার আসিয়া ইউনিয়নের হাজী আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে কর্ণফুলী থানার উপপুলিশ পরিদর্শক অমিতাভ দত্ত সড়ক দুর্ঘটনা একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হান্নান নিজেও একজন চালক। তিনি লেগুনার পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি লেগুনা পেছনে ধাক্কা দিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement