নোয়াখালীতে অগ্নিকাণ্ড, ৫টি ঘর পুড়ে ছাই
- নোয়াখালী অফিস
- ২৬ মার্চ ২০২৪, ২০:২৫
নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারীশপুরে এক অগ্নিকাণ্ডে তিনটি বস ঘর ও দুটি রান্না পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মীরওয়ারীশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বক্তিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে ফয়জল হক, বেলাল হোসেন ও ওবাইদুল হকের একে একে ৩টি বসত ঘর ও ২টি রান্না পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মোজাম্মেল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা